স্টাফ রিপোর্টার ॥ বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে আইনজীবি ও তার পিতাসহ ৩ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবি জাহাঙ্গীর আলম (৩০) ও তার পিতা জিয়া উদ্দিন (৫০) সহ মন্নান (৪০) নামের তিনজন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বাদি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সুবীর রায়। আসামীপক্ষে ছিলেন সামছুল ইসলাম উজ্জ্বল। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ জুলাই মাধবপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল মমিনের কাছ থেকে লিবিয়া পাঠানোর নামে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় একই উপজেলার হরিণখোলা গ্রামের আইনজীবি জাহাঙ্গীর আলম ও তার পিতা জিয়া উদ্দিনসহ কয়েকজন।
এ ব্যাপারে মমিন বাদি হয়ে ২০১৪ সালের ১৯ জুন হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করলে আসামীরা গতকাল হাজিরা দেন।