এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ জংশনে কালনী ট্রেন থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেও ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই সিপাহীর বিরুদ্ধে।
এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ৮টার সময় সিলেটগামী কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনে থামলে সোর্স তনু মিয়ার মাধ্যমে সিপাহী তানজীর আহমেদ ও জ্ঞান বাবু ট্রেনে অভিযান চালিয়ে বগির ভেতর থেকে ১০ কেঁজি গাঁজাসহ ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মেরাশানী গ্রামের বিলাল (২৫) ও আকতার মিয়া (৩০) কে আটক করে। ঘন্টাখানেক তাদেরকে নিয়ে রফাদফার পর রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
সোর্স তনু জানায়, মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসার ছাড়া সিপাহীদের অভিযান চালানোর নিয়ম নেই। এরকম করে থাকলে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সহকারি পরিদর্শক শাহ আলম জানান, ওই দিন আমি ঢাকায় আছি আমার মা মারা গেছেন। এ ব্যাপারে কিছু জানিনা। এ দিকে এ নিয়ে রেলওয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে তোলপাড় চলছে।