হামিদুর রহমান মাধবপুর থেকেঃ
হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এড.মাহবুব আলী বলেছেন বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষা বিস্তার ও মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। তিনি শুক্রবার সকালে মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে বই উৎসবের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকতা মমতা কর্মকার, থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাজহারুল হুদা, মোঃ জিল্লুর রহমান, কাউন্সিলর আব্দুল হাকিম, প্রবীন শিক্ষক প্রমোদ রঞ্জন মালাকার, প্রধান শিক্ষক উম্মে কুলসুম বিথী প্রমূখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।