চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনে ৫ জনসহ ১৯ প্রার্থী জামানত হারিয়েছেন।
তারা হলেন চুনারুঘাট পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১, ২, ৩নং ওয়ার্ডে জেসমিন আক্তার ও ছালেহা খাতুন; ৪, ৫, ৬নং ওয়ার্ডে আমিনা খাতুন পুতুল; ৭, ৮, ৯নং ওয়ার্ডে সেলিনা আক্তার ও রাহেনা খাতুন।
সাধারণ কাউন্সিলর প্রার্থী ১নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান তালুকদার ও মো. রমিজ আলী; ২নং ওয়ার্ডে মো. তাজুল ইসলাম; ৩নং ওয়ার্ডে মো. মারুফ মিয়া চৌধুরী ও মো. আহাদ আলী; ৫নং ওয়ার্ডে সৈয়দ মাসুদুর রহমান ও মো. সিদ্দিক আলী; ৬নং ওয়ার্ডে মো. কদ্দুছ আলী ও মো. আমীর আলী; ৭নং ওয়ার্ডে মো. আরজু মিয়া ও মো. রুশন আলী; ৮নং ওয়ার্ডে শেখ মো. সাইফুল ইসলাম, মো. দেলোয়ার হুসেন ও শফিক মিয়া।