এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জ লস্করপুর রেল গেইট এলাকায় রাতের আধাঁরে ট্রেন থেকে তেল চুরির সংবাদ স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। গতকাল বেশ কয়েকটি ট্রেনে র্যাব-৯ অভিযান চালায়। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে দুই পাচারকারী গডফাদারের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট-চট্টগ্রামগামী বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে লস্করপুর এলাকায় একদল পাচারকারী তেল চুরি করে পাচার করছে। এ সংবাদ গত শনিবার হবিগঞ্জের বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশ হয়। এ নিয়ে তোলপাড় চলে। বিষয়টি র্যাবের নজরে এলে র্যাব অভিযান চালায়। অন্যদিকে নিজগাঁওয়ের তেলপাচারকারীর গডফাদার ইদ্রিস মিয়া ও আলফু মিয়ার মাঝে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে। যে কোন সময় তেল পাচার নিয়ে দুই দলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।