সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজে ১০ শ্রেণীর
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষাথীরা মহাসড়কে মানববন্ধন ও অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেছে। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে রাস্তার উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে।
শিক্ষার্থীরা জানায়, এবার ওই স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ২৯১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষার ফলাফলে দেখা যায় ৯১ জন শিক্ষার্থী
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে ফল প্রকাশের পরপর গতকাল সোমবার সকালে অকৃতকার্য শিক্ষার্থীরা স্কুলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানবাহন আটক করে। এতে রাস্তার উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা
পড়লে স্থানীয় গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সড়িয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।শিক্ষার্থীরা দাবি করে, ওই স্কুলে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে যারা প্রাইভেট পড়েন কেবল
তাদেরই নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য করা হয়েছে। আর যারা প্রাইভেট পড়ে না তাদের ইচ্ছকৃতভাবে অকৃতকার্য দেখানো হয়েছে। এ সময় তারা প্রাইভেট নিয়ে ব্যস্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।