মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিশ্বজনীন মহা চৈতন্য প্রদিপন সংঘের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষ্যে শুক্রবার সকালে সংঘের সভাপতি শ্রীমৎ স্বামী জগদানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও সংঘের মহাসচিব মধুসুদন রক্ষিতের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়দেব কুমার ভদ্র, মাধবপুর পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সহ সভাপতি মহিউজ্জামান হারুন, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত,আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, আব্দুল কুদ্দুছ চকদার মাখন, সাংবাদিক সুখেন দেব নাথ, শংকর পাল সুমন, উপজেলা আওয়ামীলীগ সম্মানিত সদস্য মোঃ ছায়েদ আলী, আওয়ামীলীগ নেতা কাজী হুমায়ন, দিপক রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টি এডভোকেট স্বপন কুমার নাথ, গুরু ভ্রাতা মিহির কান্তি নাথ,শংকর পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক নুরুল ইসলাম খান কাউছার, শাহজাহানপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আপন মিয়া, সাধারন সম্পাদক শেখ দুলাল, উপজেলা ছাত্রলীগ নেতা নাহিদ বিন রাজ্জাক,শাহজাহানপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জমির খান,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জয় প্রমুখ।