হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ আমাদের গৌরবের শহর। কিন্তু কি দিয়ে আমার গৌরব করব তা বুঝতে পারছি না।
শহরের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপ।
এছাড়া ড্রেনগুলো দির্ঘ দিন যাবৎ পরিস্কার না করায় ড্রেনগুলোতেও ময়লা আবর্জনা জমে পানি নিস্কাসন হচ্ছে না। ময়লা-আবর্জনার স্তুপ সৃষ্টি হওয়ায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পৌরসভার গাড়ি দিয়ে ময়লা ফেলা হচ্ছে।
এ ব্যাপারে কয়েকজন ব্যবসায়ী বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধে আমরা দোকানে বসতে পারছি না, তেমনি ক্রেতাও এসে দোকানে এসে টিকে থাকতে পারছেন না। আমরা ময়লা-আবর্জনা ফেলা বন্ধের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
সরেজমিনে দেখা গেছে, ময়লা-আবর্জনার স্তুপ সৃষ্টি হয়ে ময়লাগুলো রাস্তার মধ্যে এসে গেছে। এমতাবস্থায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না করলে রাস্তার মধ্যে স্তুপ সৃষ্টি হবে। এতে যান চলাচলেরও ব্যাঘাত ঘটবে।