এম এ আই সজিব ॥ শায়েস্তাগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের ওই ছাত্রীর মা আনোয়ারা বেগম জানান, তার কন্যা অপি আক্তার নবীগঞ্জ উপজেলার টিলাগাও কিন্ডার গার্টেন স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী। আনোয়ারার পিতার বাড়ি নবীগঞ্জের চরগাঁও। স্বামীর সাথে বনিবনা না থাকায় একমাত্র কন্যাকে নিয়ে পিত্রালয়ে বসবাস করতো সে। তার স্বপ্ন ছিল মেয়েকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানাবে।
সম্প্রতি তার স্বামী কামাল বক্স এসে অপিকে বেড়ানোর কথা বলে শায়েস্তাগঞ্জের নিজগাঁও গ্রামের ফুফুর বাড়িতে নিয়ে যায়। সেখানে অপিকে রেখে কামাল বক্স চলে যায়। সেখানে তার ফুফু তারা বানুর অপিকে তার বাড়িতে থেকে পড়ালেখা করতে বলে। তারা বানুর স্বামী আব্দুল ওয়াহাব দুই বছর আগে মারা যায়। অপি সুন্দরী হওয়ায় তারা বানুর পুত্র বাপ্পী আহমেদের কুনজর পড়ে তার উপর।
বিয়ের প্রলোভন দিয়ে প্রায়ই অপির সাথে শারিরীক সম্পক গড়ে তুলে। এক পর্যায়ে অপি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। গত শনিবার রাতে বাপ্পী, রাজুসহ ২ থেকে ৩ জন যুবক অপিকে হবিগঞ্জে মমতাজের কনসার্টের কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। এক পর্যায়ে শায়েস্তাগঞ্জের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় লম্পটরা। অপি বিষয়টি ফোন করে ফুফু তারা বানুকে জানালে সে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং বিষয়টি কাউকে না বলতে বলে।
তার অবস্থা আশংকাজনক হওয়ায় তার মাকে খবর দিলে আনোয়ারা বেগম অপিকে রবিবার বিকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছে।