এম এ আই সজিব : হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রায় ১ মণ গাঁজাসহ দুই যুবককে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মাদক চালানের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
আটকরা হল- কুষ্টিয়া জেলার কাজানগর (দাস্তপাড়া) গ্রামের সেলিম মিয়া (২৫) ও একই গ্রামের আকাম আলী (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুদীপ রায়ের নেতৃত্বে বুধবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোক্তাদির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ভোররাতে ট্রাকযোগে হবিগঞ্জ থেকে মাদক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তখন বেগুনের বস্তার ভেতর থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।