এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের কালীগাছ তলা এলাকায় মাইক্রোবাসের চাপায় রাজন সরকার নামের এক শিশু মৃত্যুপথযাত্রী।
সে ওই এলাকার বসুদেব সরকারের পুত্র। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাজন সরকার স্কুল থেকে বাসায় ফেরার পথে কালীগাছ তলা গেইটের নিকট আসামাত্র (ঢাকা মেট্রো গ-১২-৭৮১৭) একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল, পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।