স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে গাড়ি থামানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে গাড়ি থামানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন বাহুবল থেকে কলেজে আসার জন্য গাড়িতে ওঠেন। এ সময় তিনি সৈয়দ সঈদ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নামিয়ে দেয়ার জন্য বললে গাড়ির হেলপার কলেজের সামনে গাড়ি না-থামিয়ে কাচারি নামকস্থানে গাড়ি দাঁড় করান। এই খবর কলেজে ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। কলেজ অধ্যক্ষ জাহির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-প্রায় সময় হবিগঞ্জ-মাধবপুর বাসগুলো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করে। গাড়িতে তুলতে অনিহা প্রকাশ করেন। কলেজের নির্দিষ্ট স্থানে গাড়ি না-থামিয়ে অনেক সময় সামনে নামিয়ে দেন। প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়ে ছাত্রীদের গাড়িতে ওঠতে হয়। হবিগঞ্জ বাস মালিক সমিতির পক্ষ থেকে শামীম ও শফিক মিয়া বলেন বাসের সবাইকে বলা হবে নির্দিষ্ট স্থানে বাস থামানোর জন্য এবং শিক্ষার্থীরা যাতে করে ভালভাবে গাড়িতে ওঠতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য।