বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এবং কোতারায়া বিজনেস অ্যাসোসিয়েশন।
শনিবার (৩ জানুয়ারি) বন্যা কবলিত কোতারায়া এলাকায় খাদ্যদ্রব্য ও জরুরি ওষুধ সংগ্রহ করা হবে। আর এসব খাবার নিয়ে ৫ জানুয়ারি কেলান্তনের দিকে রওনা দেবে একটি স্বেচ্ছাসেবক দল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এরইমধ্যে বন্যা কবলিত এলাকার দায়িত্বপ্রাপ্ত এমপি ও ডোনেশন বোর্ডকে আক্রান্তদের পাশে দাঁড়ানো জন্য আহ্বান জানানো হয়েছে।
বন্যায় গত ১০দিনে মালয়েশিয়ার কেলান্তান, তেরেংগানু পানাগ, জোহর, পেরাক, নেগারি সেম্বিলানসহ বিভিন্ন রাজ্যের অধিকাংশ এলাকায় চরম আকার নিয়েছে।
ইতোমধ্যে ২ লাখ ৬০ হাজার মানুষ তাদের নিজ বাসস্থান ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্গতদের সাহায্যার্থে কাপড়, শুকনা খাবার, বাচ্চাদের ব্যবহারিক খাদ্যদ্রব্য, দুধ, প্যাম্পাস, কাপড়, বিছানা অথবা চাদর, পানির বোতল, পানি জাতীয় দ্রব্য, জায়নামাজ, চাল, চিনি, নগদ টাকাসহ বিভিন্ন দ্রব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কুতারায়া বাংলা মার্কেটের মারচেন্ত্রেড ব্যাংক এবং সেভেন এলিভিনের সামনে এসব পণ্য জমা দেওয়া যাবে।
মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতার জন্য যোগাযোগ করুন: রাশেদ বাদল, ফোন নম্বর- ০১৩৩ ৬০৪ ৭৫২
মিনহাজ উদ্দিন মিরান, ফোন নম্বর- ০১১৩৩ ০৯১ ৪১৭।