স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামে যৌতুকের জন্য সামিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধুকে পিঠিয়ে আহত করেছে স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মতিবুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার স্বামী তাকে নির্যাতন করে আসছে। গতকালও একই কারণে তাকে মারধর করে। এতে সে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।