নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হবে। প্রায় দুইশ’ বছর ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাওর থেকে বাঘাইর, রুই, কাতলা, বোয়াল, চিতল, কালবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠে মেলায়। প্রতিবছরই মেলায় কয়েক হাজার লোকের সমাগম হয়।
মেলায় হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এমনকি ঢাকা থেকেও লোকজনের আগমন ঘটে।
ঐতিহ্যবাহী এ মাছের মেলার আয়োজক স্থানীয় পইল ইউনিয়ন পরিষদ।