বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে বিদ্যুতের শর্টসার্কিটে অগ্নিকান্ডে ডুবাঐ প্রবাসীর বসত বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ডুবাঐ প্রাবাসী দিদার আলীর বাড়িতে শনিবার ভোর ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটে ঘরের চতুর্দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। বাড়িতে লোকজন না থাকায় পুরোঘরটি জ্বলতে থাকে।
আশপাশের লোকজন ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। এরই মধ্যে পুরো ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ২টি ফ্রিজ আসবাবপত্র সহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের দুটি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসলে ঘরে গিয়ে দেখা যায়, ফ্রিজ সুফা কাটপালং ঘরের দরজা জানালা এমনকি পাকা ওয়াল পর্যন্ত পুড়ে ফেটে গেছে।
প্রবাসী দিদার আলীর স্ত্রী রুবি আক্তার জানান, তিনি উনার পিত্রালয় মৌলভীবাজারে ছিলেন। ঘরের দরজা তালাবদ্ধ ছিল। তবে তিনি অভিযোগ করে বলেন এটা কি বিদ্যুতের শর্ট সার্কিটে এ ঘটনা ঘটেছে নাকি অন্যভাবে ঘটেছে এ মুহুর্তে বলা যাচ্ছে না। আমার ঘরের বিদ্যুতের তার গুলি উন্নত মানের ছিল শর্ট লাগার কথা নয়। কেউ শত্রুতামি করে আমার বসত ঘরটি জ্বালিয়ে দিয়ে আমাকে নিস্ব করে দিয়েছে।