


মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সড়ক ও জনপদ বিভাগের (সওজ’র) জায়গা দখল করে স্থায়ি বিল্ডিং নির্মান করছেন এক প্রভাবশালী ব্যক্তি। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া ধলিপাড়া গ্রামের মৃত আব্দুল রহিমের পুত্র আছকির আলী (৪৮)। কয়েকদিন পূর্বে রামপাশা সেতুর পশ্চিমমুখে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় প্রথমে তিনি বাঁশ দিয়ে দোকানের একটি প্রেইম তৈরী করেন। এতে কোনো প্রতিক্রিয়া না আসায় বেশ কয়েকদিন ধরে রাজমিস্ত্রী দিয়ে প্রায় ৩০ফুর্ট লম্বা ও ২০ফুর্ট প্রস্তের দালানের তৈরী দোকান ঘরের কাজ শুরু করেছেন। কাজটি অনেকটা এগিয়ে গেলেও প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছেনা। তাই নির্ভয়ে বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সড়কের পাশ দিয়ে হালচাষ করতে গরু নিয়ে জনসাধারণের যেমন দূর্ভোগ পোহাতে হবে তেমনি বাজেহাত হবে সরকারি জায়গা।