হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হকার্স মার্কেটে দোকান দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে ব্যবসায়ীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত মোহনপুর এলাকার আব্দুর রহমানের পুত্র ব্যবসায়ী তাজুল ইসলামকে (৪০) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মোহনপুর এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম ও সাহেদ আলীর মাঝে দোকান বেচাঁকেনা নিয়ে বাকবিত-া হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে।