হবিগঞ্জ: হবিগঞ্জ-লাখাই সড়কে টহল পুলিশের সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পুলিশের পিএসআইসহ ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাত প্রায় সাড়ে ১১টায় কোর্ট স্টেশন ফাঁড়ি পুলিশের পিএসআই রবিউল আলমের নেতৃত্বে পুলিশ সিএনজি অটোরিক্সাযোগে হবিগঞ্জ-লাখাই সড়কে টহলে যায়। তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি লাখাই রোডের বামকান্দি করিমের পোতা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে পিএসআই রবিউল আলম (৫৪), কনস্টেবল মিজানুর রহমান (৫৭), কনস্টেবল বাবুল মিয়া (৫৫), কনস্টেবল নূরুল হুদা (৫৫) ও সিএনজি চালক জামাল মিয়া (২৫) আহত হন। আহত ৪ পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে।
খবর পেয়ে আহতদের দেখতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ছুটে যান এএসপি মাসুদুর রহমান মনির ও সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন। তারা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নেন।