হামিদুর রহমান,মাধবপুর থেকে:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নিকট দ্রুতগামী বাসের ধাক্কায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জরিপ হোসেন গুরুতর আহত হয়েছে। রোববার ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত জরিপ হোসেন উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরিপ হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা ফারুক হোসেন জানান, রোববার ২টার দিকে রাস্তার পাশে দাড়িয়ে থাকাবস্থায় হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী দিগন্ত পরিবহনের ধাক্কায় ছাত্র জরিপ হোসেন মাখায় রক্তাক্ত জখম হয়। এ সংবাদ বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মাধবপুর থানার এসআই আবুল হোসেন বিচারের আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেয়।