নবীগঞ্জ প্রতিনিধি :
দেশ টিভি‘র হবিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নিন্দা জ্ঞাপনকারীরা হলেন, প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সহ-সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক রাকিল হোসেন, যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম তালুকদার, ক্রীড়া সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, নির্বাহী সদস্য এটিএম সালাম, মোঃ সরওয়ার শিকদার, ফখরুল আহসান চৌধুরী, আশাহীদ আলী আশা, মোঃ সেলিম তালুকদার, শাহ মনসুর আলী নোমান, আকিকুর রহমান সেলিম, কালিপদ ভট্রাচার্য্য প্রমূখ। নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।