এম এ আই সজিব ॥ পিতার মামলায় শহরের উমেদনগর এলাকা থেকে দুই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সদর থানার এসএআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার মোড়ল হাটিতে অভিযান চালিয়ে নানার বাড়ি থেকে তাদের উদ্ধার করে পিতা আব্দুল আলীর জিম্মায় দেয়। পুলিশ জানায়, ৮ বছর আগে নবীগঞ্জ উপজেলার সদরাবাদ গ্রামের প্রবাসি আব্দুল আলীর সাথে উমেদনগর এলাকার আবির চাঁনের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোল জুড়ে কাওছার (৭) ও সামিয়া বেগম (৩) নামের দুই সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি তার স্ত্রী দুই সন্তানকে নানার বাড়িতে রেখে সৌদি আরব চলে যায়। আব্দুল আলী সন্তানদের আনতে গেলে নানার বাড়ির লোকজন বাঁধা প্রদান করে। নিরূপায় হয়ে আব্দুল আলী আদালতে মামলা করলে আদালত সন্তানদের উদ্ধার করে পিতার জিম্মায় দেয়ার নির্দেশ দেন।