মোঃ আব্দুল হক রেনু ॥ আজ মঙ্গলবার ২৬ জানুয়ারী শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ মাদ্রাসার ২৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন-শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
এতে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন, সুদুর ভারত থেকে আগত প্রখ্যাত আলেমেদ্বীন আওলাদে রাসুল (সঃ) আল্লামা আস্জাদ মাদানী দাঃ বাঃ। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন, সুদুর ভারত থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি শিহাব উদ্দিন দাঃ বাঃ। অন্যান্যদের মধ্যে মূল্যবান বয়ান পেশ করবেন, হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সিলেট, হযরত মাওলানা আব্দুল মতিন বি-বাড়িয়া, হযরত মাওলানা আইয়ূব বিন সিদ্দিক বানিয়াচং, হযরত মাওলানা হাফেজ তাফহীমুল হক হবিগঞ্জী, হযরত মাওলানা তাহমীদুল মাওলা ঢাকা।
এছাড়াও বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করবেন। উক্ত ওয়াজ মাহফিলের সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এবং সকলের উপস্থিতির জন্য আহ্বান জানিয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ তানভীর সিফাতুল্লাহ।