মোঃ রহমত আলী। লাখাই করাব বাজারে দুষণ গ্রস্থ নদী পরিদর্শন করলেন জেলা জাসদ-বাসদ ও সিপিবি নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে জেলা জাসদ সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চ হবিগঞ্জ এর সংগঠক হুমায়ুন খান পরিদর্শনে উপস্তিত ছিলেন।
ঐ সময় ভোক্তভোগী জনসাধারণ নেতৃবৃন্দের কাছে তাদের দূর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এলাকাবাসী অভিযোগ করেন, বিভিন্ন শিল্প কারখানার বর্র্জ্য পদার্থ বহমান সুতাং নদীতে ফেলার কারণে প্রায় বছর দেড়েক ধরে নদী ও খালবিলের পানি দূষিত হয়ে পড়েছে।মাছ পাওয়া যাচ্ছে না, কমে যাচ্ছে ধানের ফলন। হাঁস-মুরগী মারা যাচ্ছে। মানুষও আক্রান্ত হচ্ছে চর্মরোগসহ নানা অসুখ-বিসুকে। তাছাড়া দুর্গন্ধে হয়ে পড়েছে জনজীবন অতিষ্ট। তাই এ দুষণের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদি হয়ে উঠছেন। স্থানীয় জনতার সাথে নেতৃবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হন।