স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রাম থেকে গরু চুরির অভিযোগে শহিদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা আউশপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শহিদ আউশপাড়া প্রকাশ দেনেশ্বর পাড়ার মৃত আব্দুল বারিক ময়না মিয়ার পুত্র। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে গরু চুরি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।