


মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র সোহেল হত্যা মামলার আসামী ও স্বরাষ্ট মন্ত্রনালয়ের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী জসিমের বাড়ি থেকে ৬টি ককটেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। গত রবিবার বিকেলে ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন জসিম কে সঙ্গে নিয়ে তার বাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় তার বাড়ির পাশ্ববর্তী একটি গর্ত থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। ডিবি ওসি মোক্তাদির হোসেন জানান, সোহেল হত্যা মামলার অন্যতম আসামী হবিগঞ্জ আদালতে আত্মসমপনের পর কারাগারে থাকা অবস্থায় হবিগঞ্জ বিচারিক আদালতে তার রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ বিচারক ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ডিবি পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য জসিম কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে এসময় বিস্ফোরক গুলো উদ্ধার করা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে ৪০৪ জন অস্ত্র ব্যবসায়ী নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের কাজী মনোয়ার আলীর ছেলে সোহেল হত্যা মামলার আসামী কাজী জসিম উদ্দিনের নাম রয়েছে। এবং সে হবিগঞ্জ জেলার ১ নম্বর অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে মাধবপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।