মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ শুক্রবার ভোর রাতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোশারফ হোসেন(৪৫) কে গ্রেফতার করেছে। এসআই মমিনুল ইসলাম জানান, ওই দিন গোপন সুত্রে খবর পেয়ে ঢাকার খিলক্ষেত থানার নবরূপা এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের বারাম মিয়ার ছেলে মোশারফ মিয়া কে গ্রেফতার করা হয় । ২০০৮ সালে একটি মাদক মামলায় ২ বছরের সাজা হলে গ্রেফতার এড়াতে সে পালিয়ে ছিল।