স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উজান শৈলজুড়া গ্রামে সঞ্জিত সরকার (১৪) নামের এক কিশোর এসিড পানে আত্মহত্যার চেষ্ঠা করেছে। সে ওই গ্রামের মৃত রতীন্দ্র সরকারের পুত্র।
শুক্রবার বিকালে পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা ব্যাটারীর এসিড পান করে আত্মহত্যার চেষ্ঠা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।