এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকা থেকে কামাল মিয়া (৩০) নামের এক চোরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার সঞ্জব আলীর পুত্র। পুলিশ সুত্রে জানা যায় ওই এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করায় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়েছে।