মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খড়কি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের হেলাল মিয়ার সাথে কদর আলীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উল্লেখিতরা আহত হয়।
গুরুতর আহত অবস্থায় পরিস্কার বানু, হেলাল মিয়া, হামিদ মিয়া, জনি মিয়া, কদর আলী ও বিলাল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।