স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নিউফিল্ড বাণিজ্য মেলা থেকে আটক প্রেমিকা রিফা আক্তারের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতালে দুপুরে তার ডাক্তারী পরীক্ষা শেষে পুনরায় তার পিতা সদর উপজেলার জালালাবাদ গ্রামের ফারুক মিয়ার জিম্মায় দেয়া হয়েছে।
উলেখ্য গত বুধবার সন্ধ্যায় বানিয়াচং সদর উপজেলার তারাপাশা গ্রামের সাহেদ আলীর পুত্র জাবের মিয়া জালালাবাদ গ্রামের রিফা আক্তারকে নিয়ে সার্কাসে বেড়াতে আসে। এ সময় অসামাজিক কাজে মিলিত হওয়ার সময় লোকজন তাদেরকে আটক করে সদর থানায় সোপর্দ করে। পরে উভয়পক্ষের অভিভাবকরা বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দেনমোহর নিয়ে বনিবনা না হওয়ায় রিফা আক্তারের পিতা বাদি হয়ে জাবের মিয়াকে আসামী করে মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ জাবের কে কারাগারে প্রেরণ করে এবং রিফাকে তার পিতার জিম্মায় দেয়।
কিন্তু মামলা করায় শুক্রবার রিফা আক্তারকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ সদর হাসপাতালে নিয়ে আসে।