হামিদুর রহমান,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত হবিগঞ্জের মাধবপুর বাজারের ব্যবসায়ী বলাই মোদকের ছেলে স্কুল ছাত্র অন্তর মোদককে ৪ দিন পর শনিবার দুপুরে পুলিশ উদ্ধার করেছে।
এছাড়া পুলিশ অপহরনকারী চক্রের সদস্য গুলিবিদ্ধ ইকরাম মির্জা(২৮)কে গ্রেফতার করেছে। পুলিশ ও অন্তরের মা-বাবা জানায়-১০ ফেব্রুয়ারী বুধবার বিকালে অন্তর মোদক বাসা থেকে বের হয়ে বাসায় ফিরেনি। অন্তর না ফেরায় তার পরিবারের লোকজন খোঁখুজি করতে থাকে। ১১ ফেব্রুয়ারী রাতে একটি মোবাইল ফোন থেকে অন্তরের বাবার মোবাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরনকারী চক্র।
অন্যথায় তার ছেলেকে কেটে কেটে কষ্ট দিয়ে খুন করার হুমকি দেয় অপহরণকারীরা। পরে শনিবার সকাল ৬টার দিকে পুলিশ মোবাইল ফোনের কল লিষ্টের সূত্র ধরে অপহরনকারীদের দাবিকৃত টাকা নিয়ে অন্তরের মা শিপ্রা মোদক ও থানার এস.আই মমিনুল ইসলাম বাবা সেজে ব্রাহ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় তাদের দাবি মত টাকা দিতে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে অপহরনকারী চক্র অন্তরকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও এসময় পুলিশ গুলি ছুড়লে ইকরাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে পুলিশের হাতে ধরা পড়ে।
ধৃত ইকরাম ব্রাহ্মনবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কায়কোবাদের ছেলে। ইকরামের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর বাস ষ্টেশন এলাকায় সিলেটগামী একটি বাসে তল্লাশী চালিয়ে অন্তরকে উদ্ধার করে। অন্তর থানায় পুলিশকে জানায় ১০ ফেব্রুয়ারী বুধবার বিকালে এক অপহরনকারী মাধবপুর বাজার থেকে মোটর সাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। একটি অন্ধকার ঘরে রেখে মোবাইল ফোনে মা-বাবার কাছে ৫ লাখ টাকা চাইতে বলে। টাকা না চাইলে মেরে ফেলার ভয় দেখিয়ে মারধোর করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মুনির হোসেন জানান- অন্তরের জবানবদ্ধি গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।