এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে এক বৃদ্ধের জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা চালাচ্ছে একদল ভূমিদস্যু। এ নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আলিম উদ্দিন (৭৫) এর ১২ শতক জায়গা জোরে বলে দখল করার চেষ্টা চালায় একই গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র আসামী সিদ্দিক আলী, তার পুত্র ফরিদ মিয়া, কুতুব আলী, মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুস সোবহান, আব্দুল জলিল, আব্দুল কাইয়ুমসহ একদল লোক। নিরূপায় হয়ে আলিম উদ্দিন আদালতে মামলা দায়ের করলে আদালত ওই জায়গার উপর ১৪৪ জারী করেন।
এব্যাপারে সদর থানার এএসআই নুরে আলম সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারীর নোটিশ প্রদান করেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করে উলেখিতরা তার জায়গা জোরেবলে দখল করে বাড়ি নির্মাণ শুরু করে এবং মামলা তুলে নিতে ওই বৃদ্ধকে প্রাণে হত্যার হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন। এ নিয়ে যে কোন সময় মারাত্মক সংঘর্ষসহ খুন খারাবীর আশংকা রয়েছে।