এম এ আই সজিব : জেলার পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানেছা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।পৌর শহরের রাজনগর এলাকায় মঙ্গলবার দুপুর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে দিকে শহরের রাজনগর এলাকার মোঃ হাসান বশির রুবেল বাসার সামনে এক নারী কাগজ কুড়াচ্ছিলেন। এ সময় মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে হাতে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।