স্টাফ রিপোটার ॥ আবারো সদর হাসপাতালের প্রধান ফটকে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এতে করে ওই স্থানে অপরাধীদের আড্ডা জমছে। সম্প্রতি এমপি আবু জাহির ও হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে হাসপাতালের সম্মুখ থেকে দোকানপাট উচ্ছেদ করা হয়। এমনকি হাসপাতালের ভেতর ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তারা নিষেধাজ্ঞা মানছেন না। পুনরায় হাসপাতালের সামনে এসব দোকান পাট স্থাপন করা হয়েছে। এছাড়া এখানে অপরাধীরা বসে আড্ডা দেয়ার কারণে থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযানের কথা অপরাধীরা টের পেয়ে যায়। ফলে অপরাধীদে ধরা সম্ভব হয় না। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকে একাধিক অবৈধ দোকানপাট গড়ে তুলা হয়েছে।