স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব ও বুলা বাজারে করাত কলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় দুই কল থেকে করাত জব্দ করা হয়। বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিলের নেতৃত্বে করাব ও বুলা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালান। লাইসেন্স না থাকায় করাব বাজারের মুজিবুর রহমান ও বুলা বাজারের রেহান উদ্দিনের মালিকানাধীন করাত কল থেকে করাতসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযান কালে ওই দুই কল মালিক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে বলে ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন লাখাই থানার এসআই সুজিত দেব।