মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ ও ৩ মণ গাঁজা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বুধবার ভোর রাতে গোপন সুত্রে খবর পেয়ে মনতলা বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বহরা ইউনিয়নের সুলতানপুর গ্রামে অভিযান চালায় এবং পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ৩ মণ গাঁজা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। একই দিন ভোরে ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সন্তোষপুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।