এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রাম থেকে জাল দলিল সৃষ্টিকারী চক্রের মহুরিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীররাতে সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লিখক জালিয়াত চক্রের সদস্য রঞ্জিত পাল (৩৫) ও ওই গ্রামের তোরাব আলীর পুত্র ইব্রাহিম (৪০) কে আটক করা হয়। তখন জালিয়াত চক্রের গডফাদার আরজু মিয়া পালিয়ে যায়। পুলিশ জানায়, বনগাঁও গ্রামের আছিয়া খাতুনের জমির দলিল জাল বানিয়ে তাদের দখলে নিয়ে যায়। এ ব্যাপারে আছিয়া খাতুন মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।