রাজীব দেব রায় রাজু,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন আওয়ামলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সম্মেলনে লুৎফুর রহমান সভাপতি, আরিফুর রহমান আরিফ সাধারন সম্পাদক, তাইফুল ইসলাম বাবু যুগ্ম সম্পাদক, খাদেম সিদ্দিক আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুরে মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামেশ রঞ্জন করের সভাপতিত্বে সস্মেলনের উদ্বেধন করেন ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন ও যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস সাগরের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী জাহেদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা স্বপ্না বেগম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা তোফায়েল আহাম্মেদ চৌধুরী অপু, মিজানুর রহমান,আব্দুল খালেক, তোফাজ্জল হোসেন ছুরুক,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হিরন প্রমুখ।সম্মেলনে ১৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে লুৎফুর রহমান পেয়েছেন ৭১ ভোট, তার প্রতিদ্বন্দি ডাঃ হরিশ চন্দ্র দেব পেয়েছেন ৬২ ভোট। সাধারন সম্পাদক পদে আরিফুর রহমান আরিফ পেয়েছে ৮৩ ভোট তার প্রতিদ্বন্দি রমজান আলী পেয়েছেন ৫০ ভোট। যুগ্ম সম্পাদক পদে তাইফুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে খাদেম সি্িদ্দক আলী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।