মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তাহরিকে খাতমে নবুয়্যাত বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সুন্নী মহা-সম্মেলন ২১ ফেব্রয়ারি রোজ রবিবার দুপুর ২টায় ইটাখোলায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে দুপুরে হেলিকপ্টর যোগে শুভাগমন করিবেন খাতমে নবুয়্যাত বাংলাদেশের সম্মানিত আমীর শাহ কারামত আলী জৈনপুরী রহঃ এর সুযোগ্য উত্তরসূরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে ক্বোরআন মুফতী ডঃ আল্লামা সাইয়্যেদ মোহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী- ভারত। উক্ত সম্মেলনে আরোও উপস্থিত থাকিবেন পীরজাদা আল্লামা মুফতী সাইয়্যেদ মোহাম্মাদ এহসানুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী- জৈনপুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা মোহাম্মাদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী-জৈনপুরী। উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বিশিষ্ট খাদেম আলহাজ্ব হযরত মাওঃ ইব্রাহীম সিদ্দিকী, মাওঃ মোহাম্মাদ মোযযাম্মিল হক মাছুমী, মাওঃ ফারুক আহমদ সাহেব, দৈনিক ইনকিলাবের মাধবপুর প্রতিনিধি মাওঃ শামছুল হক আল-মামুন প্রমুখ।
উক্ত খাতমে নবুয়্যাত সুন্নী সম্মলনে সকল ধর্মপ্রাণ মুসলমানদের যোগদান করার জন্য বিশেষ ভাবে আহ্বান করেছেন উক্ত সংগঠনের মাধবপুর উপজেলা সভাপতি জনাব রাশেদ আহমাদ। বিশেষ ভাবে উল্লেখ্য: পীর সাহেব জৈনপুরীর বায়ান বাদ জোহর শুরু হবে।