চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা-বাগানস্থ আড়ংবিলে “অমর ২১’শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে” শহীদ মিনার উদ্ভোধন করা হয়। ভ্যনু বারিকের পরিচালনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড মেম্বার লিটন মিয়া জমাদার।
এতে প্রধান অতিথি হিসেবে পিতা কেটে ও শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শদ্ধাঞ্জলী জানিয়ে শহীদ মিনার উদ্ভোধন করেন, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী যুবরাজ ঝড়া, সাইয়্যিদ মাহমুদ মুমিন, চ্যানেল জে-টিভির প্রতিনিধি সাংবাদিক এম এস জিলানী আখনজী, বীর-মুক্তিযোদ্ধাগন ও এলাকার ঘন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউপি সদস্য লিটন মেম্বার সে আড়ংবিলের জন্য সবসময় আপ্রাণ চেষ্ঠা করে থাকে। তিনি বলেন, আমি অপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমি অপনাদের পাশে আছি এবং থাকব।