সিলেট প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার রাত ৩টা ৫ মিনিটের সময় টিলাগাঁও স্টেশন এবং মনোরেল স্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে।
ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
এলাকাবাসীর দাবি, গভীর রাতে অবরোধকারীরা ফিসপ্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি বলছেন, এটা দুর্ঘটনা।
দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কুলাউড়া ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের ডিউটি অফিসার অসীম জানান, ট্রেন দুর্ঘটনায় আহত সাতজনকে কুলাউড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া ২ মৌলভীবাজারের ১ ও সিলেটের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, ট্রেনটি নষ্ট ছিল। মগরা বাজার এলাকায় তা সম্পূর্ণ ঠিক না করেই ছেড়ে দেয়। ফলে টিলাগড় এলাকায় এসে বগিগুলি লাইনচ্যুত হয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেকার হোসেন চৌধুরী জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে একটি বডি উদ্ধার করে নিয়ে গেছে। আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে কাজ শুরু করবে।
সিলেটের স্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।