এম এ আই সজিব ॥ সিলেটের গোপালগঞ্জ থেকে পুলিশের মোবাইল চুরির অভিযোগে চুনারুঘাটের তিন যুবককে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এসআই নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি ডিগ্রী কলেজ এলাকা থেকে তাদের আটক করেন।
আটকরা হল ঃ চুনারুঘাট উপজেলার উজ্জ্বলপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মোতালিব (২০), ইসহাক মিয়ার পুত্র মিজানুর রহমান (২২) ও হলহলিয়া গ্রামের ঈদু মিয়ার পুত্র কাওছার মিয়া (২৪)। পুলিশ জানায়, হবিগঞ্জ আদালতের এক পুলিশ সদস্যের ভাইয়ের মোবাইল চুরি হয় সিলেটের গোপালগঞ্জ থেকে । কললিষ্টের সুত্র ধরে ওই মোবাইল তাদের নিকট উদ্ধার করা হয়।