উচাইল প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারের জননী কনফেকসনারী ও গ্রামীণ ফোনের রিটেইলার যেখানে বায়োমেটিক পদ্দতিতে সিম রেজিষ্টেশন করা হয় সেখানে বুধবার এক মহিলা গ্রাহক বিতারিত হয়ে এ সংবাদদাতাকে জানায় ৫০ টাকা ফি না দেওয়া হলে উনার সিম রেজিষ্টেশন করা হবেনা এবং যদি কারো ফিংগার প্রিন্ট সার্পোট করেনা তাহলে তাহাকে আর চেষ্টা ও করেনা।
উল্লেখিত যে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয় কর্তৃক নির্দেশে সব অফারেটর সিম গুলো রি- রেজিষ্টেশন করা জন্য বলা হয়েছিল কোন প্রকার ফি উল্লেখ করা হয়নি।