স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাবিলপুর গ্রামে মোমবাতির আগুনে আঁখি আক্তার নামের এক ছাত্রীর শরীর ঝলসে গেছে। সে ওই গ্রামের ফজল মিয়ার কন্যা ও স্থানীয় প্রাইমারী স্কুলের ছাত্রী। সোমবার সকালে বাড়িতে মোমবাতি জ্বালানোর সময় আগুন শরীরে ধরে যায়। এতে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।