এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুর খোয়াই বাঁধ এলাকায় দুই বোনকে পিঠিয়ে রক্তাক্ত করেছে একদল লম্পট। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আছকির মিয়ার স্ত্রী আহত তহুরা বেগম (২৫) ও সোহেল মিয়ার স্ত্রী আহত নাজমা আক্তার জানায়, একই এলাকার আবু মিয়ার লম্পট পুত্র কামাল মিয়া ও নজরুল মিয়া তাদেরকে উত্যক্ত করতো। গতকাল ওই সময় তাদেরকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদেরকে বেধড়ক প্রহার করে রক্তাক্ত করে। লম্পটদের হাত থেকে নিজেদের রক্ষা করে থানায় এসে আশ্রয় নিলে এসআই মিজানুর রহমান তাদেরকে হাসপাতালে ভর্তি করান।