প্রেস বিজ্ঞপ্তি : নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির অভিভাবক সদস্য পদে নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার সন্ধ্যায় সদস্য আব্দুল কাদির আছাদের নেতৃত্বে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ মোঃ আবু জাহির মহোদ্বয়ের বাসবভনে সৌজনে সাক্ষাত এবং ফুল দিয়ে শুভচ্ছা বিনিময় করা হয়।
সাক্ষাতকালীন সময় উপস্থিত ছিলেন, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির নবনির্বাচিত অভিভাবক সদস্য, আব্দুল কাইয়ুম ও আলহাজ্ব আব্দুল ওহাব ।
এর মধ্যে আরও উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোক্তার হোসেন,আব্দুল কদ্দুস তালুকদার সেবন,ইছাক আলী ময়না মিয়া,ইছাক আলী,অলি হোসেন লেচু,জয়নাল মিয়া,মুখলিস মিয়া ,মজনু মিয়া,জিলু,প্রমুখ ।