হবিগঞ্জ:হবিগঞ্জ শহর থেকে নিখোজ হওয়া মাদ্রাসা ছাত্র তায়েনকে সিলেট থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে সদর থানার এসআই রাজ কুমাররের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তায়েনকে উদ্ধার করে। তায়েন শহরের রাজগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত কয়েক দিন আগে তায়েন শহর থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার সময় বাস যোগে রওয়ানা হলে নিখোজ হয় মাদ্রাসা ছাত্র তায়েন। পরে অনেক খুজাখুজি করেও তার খোজ পাওয়া যায়নি।
মঙ্গলবার (৮ মার্চ) তায়েনকে সিলেট জাফলং এলাকা থেকে উদ্ধার করে সদর থানা পুলিশ।