মোঃ রহমত আলী ॥ বানিয়াচং উপজেলা সদরের ৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক্ষকদের ইংরেজী বিষয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বুধবার প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজী বিষয়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণের প্রারম্ভে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন রায়েরপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। শুরুতে উপস্থিত শিক্ষকদের স্কুলের সার্বিক সমস্যাদি বিষয়ে জানতে চেয়ে বক্তৃতা করেন ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও শেষে সমাধানের বিষয়ে আলোকপাত করেন। সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ স্কুলে শিক্ষক স্বল্পতার কারনে সৃষ্ট সমস্যার বিষয়ে বক্তৃতা করেন।
এসময় স্বস্ব স্কুলের সমস্যাদি বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, রাতুল মজুমদার, মনিরুল ইসলাম, গুকুলেন্দু রায়, মোঃ আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, সহকারী শিক্ষক লক্ষ্মী রানী রায়, তানিয়া আক্তার, মাহমুদা আক্তার, তাসপ্রিন কিবরিয়া, হোসনে আরা বেগম, সৈয়দা সাহিদা হাসান, সুহেনা বেগম, রুনু আখতার, মুকুল আখতার, সুফিয়া খাতুন, তাছলিমা আক্তার, রীতা রায়, কামরুন্নাহার, ফাতেমা আক্তার সুমী, নাঈমা খাতুন, খালেদা বেগম, সুমাইয়া আক্তার, বিজয়া মজুমদার, রীপা চৌধুরী, শেফালী আক্তার, অধীর চন্দ্র সূত্রধর, আওতাদ উল্লাহ খান, চম্পক লাল দাস, খুর্শেদ আলম প্রমুখ।