মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের পুরাণ বাজার এলাকায় বাসিয়া নদী’র তীর দখল করে নির্মিত হচ্ছে ত্রি-তল বিশিষ্ঠ দালান কোঠা। অবৈধ স্থাপনাটি নির্মাণ করছেন রেখা গিফট সেন্টারের সত্ত্বাধিকারী ছাতির মিয়া।
উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবৈধ স্থাপনটি গড়ে উঠে এনিয়ে উপজেলার সর্বত্র চলছে নানান জল্পনা-কল্পনা। দিন দিন বিশ্বনাথে অবৈধ স্থাপনা গড়ে উঠার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ছোট হচ্ছে বাসিয়া নদী।
পাশাপাশি বাসা-বাড়ি ও বাজারের ময়লা-আবর্জনা ফেলার কারণেও ভরাট হচ্ছে বাসিয়া। ময়লা-আবর্জনা ফেলার নির্দিস্ট স্থান না থাকার কারণে অনেকটা বাধ্য হয়েই উপজেলাবাসীকে ময়লা-আবর্জনা ফেলতে হচ্ছে নদীতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাণ বাজার এলাকায় চলাচলের সড়কে বালু-পাথর রেখে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনাটি নির্মাণ কাজ চলে। স্থানীয় বণিক সমিতির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সড়ক থেকে মালামাল (বালু-পাথর) সরানোর জন্য ছাতির মিয়াকে বললেও তিনি তা না সরিয়ে উল্টো অনেকের উপর বিচার করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এব্যাপারে ছাতির মিয়া বলেন, নিজের মালিকানাধীন ভূমিতে স্থাপনাটি নির্মাণ করছি। তাই এতে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।